ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইলিয়াস পত্নী লুনার উদ্যোগে লিফলেট বিতরণ ও বি ক্ষো ভ মিছিল

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৮, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

বিশ্বনাথ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে প্রতিটি স্তরের নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে জননেতা এম ইলিয়াস আলীর আদর্শ লালন করে আমাদেরকে কাজ করে যেতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে। এজন্য ইলিয়াস পত্নী লুনার পক্ষ্যে নিরলসভাবে কাজ করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, এই আসনে অসহায় মানুষের সুখে-দুঃখে ইলিয়াস পত্নী লুনা পাশে রয়েছেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি জনগণের দল, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় লুনার বিজয় নিশ্চিত করতে হলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সম্পৃক্ততা অপরিহার্য।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়নের নাজিরবাজরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সিলেট-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস পত্নী লুনার উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন এবং নাজিরবাজার সহ আশপাশের কয়েকটি এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন।

বিশ্বনাথ সদসর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ পভেল এর পরিচালনায় পথ সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তামীমুল ইসলাম তামীম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ।

এসময় উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক আব্দুল মেমিন মামুন মেম্বার, বিএনপি নেতা আবুল কালাম রুনু, পৌর যুবদলের আহবায়ক শাহ আমীর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, তানভীর আহমদ, উপজেলা মহিলাদলের আহবায়ক বিলকিছ বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাহিদ আহমদ, সদস্য তাজেখ আলী, আওলাদ মিয়া, আব্দুল হান্নান, সাইদুল ইসলাম, আব্দুল হামিদ রানা, বাবুল মিয়া, সাইদুল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খয়ের প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।