
ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইসলাম বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(গত ৮ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন।
সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আয়না মিয়া, বিএনপি নেতা সাবেক মেম্বার আবদুল মোছব্বির, আরজদ আলী, খলিল মিয়া, সাইফুল্লাহ, সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দিলোয়ার হোসেন, সাজিদুর রহমান বুলু মেম্বার, ফারুক মিয়া, সোনাফর আলী, তোফাজ্জল হোসেন, মোকদ্দুস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাদা পাণ্ডব ইসলাম বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহির মোহাম্মদ।
এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।