ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা উপলক্ষে ছুটির সময়সূচি ঘোষণা

rising sylhet
rising sylhet
মে ৪, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

কুয়েত সরকার ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে ছুটির সময়সূচি ঘোষণা করেছে।

দেশটির মন্ত্রিসভা এক সরকারি ঘোষণায় জানায়, আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ৯ জুন সোমবার পর্যন্ত দেশজুড়ে ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে অফিস-আদালত পুনরায় খুলবে মঙ্গলবার ( ১০ জুন)।

ঘোষণায় বলা হয়েছে, ৫ জুন নির্ধারিত হয়েছে আরাফার দিন হিসেবে। এরপর ৬ জুন থেকে শুরু হবে ঈদুল আজহার মূল ছুটি। ৯ জুন সোমবার অতিরিক্ত ছুটি বা ‘রেস্ট ডে’ হিসেবে গণ্য হবে, যার ফলে কুয়েতে ঈদ উদযাপন উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশটির সরকারি কর্মীরা।

বিশ্বজুড়ে মুসলিমরা ঈদুল আজহা ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করে থাকেন হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের স্মরণে। এটি হিজরি বছরের সর্বশেষ মাস জিলহজের ১০ তারিখে পালন করা হয় এবং মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সেই অনুযায়ী, ৫ জুন হবে আরাফার দিন এবং ৬ জুন ঈদুল আজহা।

সূত্র : আরব টাইমস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।