ডেস্ক রিপোর্ট ::সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন চেঙ্গের খাল নদীর দুমখাল নামক স্থান থেকে বালু লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার চামাউড়া কান্দি গ্রামের আব্দুর রউফ এর ছেলে সিলেট জেলা বিএনপি’র সাবেক সদস্য ইমরান গাজী সহ উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সম্পৃক্ততায় এই বালু লুটপাটের মহাযজ্ঞ চলছে।
স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন মেনেজ করে প্রতিদিন রাতের আধারে বালু লুটপাটের মহাযজ্ঞ চললেও অদৃশ্য কারণে কোন ব্যবস্থা নিতে পারছে না পুলিশ ও উপজেলা প্রসাশন। ফলে কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের বিরাজ করছে।
স্থানীয় সুত্র থেকে জানা যায়, অবৈধভাবে বালু লুটপাটের সাথে জড়িত কালারুকা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন, একই গ্রামের সাবেক কমর আলি মেম্বারের ছেলে রুবেল আহমদ, মৃত আপতাব আলীর ছেলে তৈমুছ আলী, মন্তাজ আলীর ছেলে আনফর। এবং মোগলগাঁও গ্রামের মর্তুজ আলির ছেলে গোলাপ, একই গ্রামের আব্দুর নুর এর ছেলে সালাম, আবুল কাশেম (আবুল) এর ছেলে নুর উদ্দিন (নুর), ও আব্দুল হামিদ। আলীনগর গ্রামের সোনামালার ছেলে কবির একই গ্রামের সাদুর রহমানের ছেলে আলী হোসেন তারা সবাই সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ইমরান গাজীর নেতৃত্বেই অবৈধভাবে বালু লুটপাট করছেন এবং ইমরান গাজী কে লোটপাটে শেল্টার দিচ্ছেন সিলেট সদর উপজেলা বিএনপির শীর্ষ কয়েক নেতা।
( বিএনপি নেতা ইমরান গাজীর নেতৃত্বে চেঙ্গের খাল নদীর বালু লুটপাট! )
আরও আসছে ,,,,,বিএনপি নেতাদের সম্পৃত্ততায় চেঙ্গের খাল নদীর বালু লুটপাট!