ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উল্টো জন্মদিনে ‘স্পেশাল উইশ’ করেছে তারা

rising sylhet
rising sylhet
জুন ২৪, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলেছেন একই ক্লাব থেকে বিদায় নেওয়া লিওনেল মেসি। ক্লাবটি নিয়ে মনে এমন ধারণা পোষণ করলেও আর্জেন্টাইন তারকাকে খারাপভাবে দেখছে না পিএসজি।

উল্টো জন্মদিনে ‘স্পেশাল উইশ’ করেছে তারা।
এতকিছুর পরও মেসির ৩৭তম জন্মদিন উপলক্ষে টুইটারে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে পিএসজি লিখে ‘শুভ জন্মদিন মেসি’। অথচ কয়েকদিন আগেও এমবাপ্পেকে ক্লাব ছাড়ার কথা বলেছেন আর্জেন্টাইন এই তারকা। এই বিষয়েও কোনো ফিরতি উত্তর অথবা বিবৃতি দেয়নি ফরাসি ক্লাবটি ।

পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক ততটা সুখকর হয়নি। বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাবটিতে এসে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। শেষদিকে এসে দুই সপ্তাহের নিষেধাজ্ঞাও পান সাবেক এই বার্সা লিজেন্ড। নিষেধাজ্ঞা শেষে খেলতে নেমে পিএসজি সমর্থকদের ‘ব্যু’ শুনতে হয় তাকে। এসব কারণে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন না করে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি।

এদিকে আগামী ২১ জুলাই আমেরিকান সকার ক্লাব ইন্টার মিয়ামিতে অভিষেক হতে পারে মেসির। আর এমবাপ্পেও কয়েকদিন আগে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছে। এক্ষেত্রে বরাবরের মতো রিয়াল মাদ্রিদকেই তার পরবর্তী গন্তব্য বলে ধারণা করা হচ্ছে ।

১০৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।