
রাইজিংসিলেট- চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সবাইকে অবাক করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ফলাফল বিশ্লেষণ করে খারাপ হওয়ার পেছনের কারণগুলো খুঁজে বের করা হবে।
তিনি বলেন, “এবারের ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। এতদিন ধরে ভালো ফলাফলের পেছনে শিক্ষার প্রকৃত সংকটগুলো চাপা পড়ে যাচ্ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা আত্মসমালোচনার ভিত্তিতে বিষয়টি দেখছি।”
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ফলাফলের মাধ্যমে শিক্ষার বাস্তব অবস্থা প্রকাশ পেয়েছে। তার মতে, শিক্ষার্থীরা এখন আগের মতো পড়াশোনায় মনোযোগী নয় এবং অভিভাবকদেরও বিষয়টি নিয়ে ভাবতে হবে।
তিনি আরও জানান, সবচেয়ে বেশি শিক্ষার্থী ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে পাসের হার নেমে এসেছে ৭৭ শতাংশ থেকে ৫৮ শতাংশে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। এ বছর এইচএসসিতে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১—মানে কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
এছাড়া এ বছর মাত্র ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি। একইসঙ্গে এবার ২০২টি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি, যা আগের বছরের তুলনায় তিনগুণেরও বেশি (২০২৪ সালে এমন প্রতিষ্ঠান ছিল ৬৫টি)।