
কপোতাক্ষ নদের খেরসা ব্রিজের কাছে দীনেশ দাস (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ। দীনেশ উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে। গত ২৬ নভেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর একটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে লাশ ভাসতে দেখে নৌ–পুলিশে খবর দেন। পরে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে।
দীনেশের পরিবারের সদস্যেরাও তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
নৌফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস আই রবিউল ইসলাম বলেন, লাশটি নদীতে ভেসে আসে। পচন ধরায় মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।