ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একসময়ের জনপ্রিয় জুটি সালমান শাহ-শাবনূর, সংসারে শাবনূরকে নিয়ে অশান্তি চলতো

rising sylhet
rising sylhet
নভেম্বর ২২, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

একসময়ের জনপ্রিয় জুটি সালমান শাহ-শাবনূর। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’—জনপ্রিয় এসব সিনেমায় এই জুটি অভিনয় করে আজও দর্শকদের মনে রয়ে গেছেন তারা। এই জুটি একসঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেন। এত বছর পরও এ জুটির দর্শকপ্রিয়তা এখনো অমলিন।

সালমানের সংসারে শাবনূরকে নিয়ে অশান্তি চলতো বলে মন্তব্য করেছেন এই নায়িকা।

ক্যারিয়ারের শুরুতে সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের গুঞ্জন চাউর হয়। তারপর সময়ের তাগিদে জল বহুদূর গড়িয়েছে। অনেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা কথা বলেছেন। এবার মুখ খুলেছেন সালমান শাহর আরেক নায়িকা লিমা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার জন্ম সার্থক হয়েছে সালমান শাহের সঙ্গে ছবি করতে পেরে, বেশ উচ্ছ্বাস নিয়ে এ কথা বললেন সালমান শাহের ছবির নায়িকা লিমা। সালমানের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেন তিনি।

তিনি বলেন, অমর চিত্রনায়ক সালমান শাহের সঙ্গে আমি দুটি ছবিতে কাজ করতে পেরেছি, তাই মনে করি আমার জন্ম সার্থক হয়েছে।
সালমান শাহকে নিয়ে বলতে গিয়ে লিমা বলেন,  ভাবতেই পারি নাই সালমান শাহের এত ভক্ত আছে বাংলাদেশে। আমি যে তার সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি, তখন কিন্তু আমার কাছে একটুও মনে হয়নি তিনি এত বড় সেলেব্রিটি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর যখন সালমান শাহ মারা গেলেন- আহা রে কি মানুষ, আর মানুষ- তার পরের দিন জানতে পারলাম, সালমান শাহের মৃত্যুর শোক সইতে না পেরে ১৮ জন মেয়ে মারা গেছে, কোনো পত্রিকায় লিখেছিল ২৮ জন, আর কিছু পত্রিকা লিখেছিল ১৮ জন।

শাবনূরকে নিয়ে অশান্তি চলুতো জানিয়ে লিমা বলেন, আমার মনে কষ্ট লাগে ২৯ বছর পার হলো, তার মারা যাওয়ার রহস্য জানতে পারলাম না। আসলে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, এ বিষয়টা এখনো ক্লিয়ার হলো না। তবে আমার বিশ্বাস সালমান আত্মহত্যা করতে পারেন না, সালমান কিন্তু আত্মহত্যা করার মতো ছেলে নন। সালমানকে অনেক মিস করি। তার সংসারে অশান্তি চলত নায়িকা শাবনূরকে নিয়ে। তবে সালমানের স্ত্রী সামিরা আমারও শুটিংয়ে আসতেন। কিন্তু আমার সঙ্গে বান্ধবীর মতো আচরণ করেছিলেন। যেটাই হোক আমি সালমান হত্যার বিচার চাই। তাকে যেই মারুক না কেন, তার যেন শাস্তি হয়। সালমান আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, দোয়া রইল।

এক সময়ের জনপ্রিয় এই নায়িকা আরও বলেন, তারপর আস্তে আস্তে জানতে পারলাম এত বড় সেলেব্রিটি তিনি ছিলেন- কিন্তু আমার সঙ্গে যে দুটি ছবিতে সালমান কাজ করেছেন, দেখা গেছে একেবারেই সাধারণ একজন ছেলে, কোনো প্যাঁচগোজ নেই, একেবারেই সাদামাটা মনের মানুষ ছিলেন সালমান। আমি যে দুটি ছবি করেছি সালমানের সঙ্গে সেই ছবি দুটির নাম হচ্ছে- প্রেম যুদ্ধ ও কন্যাদান। এ দুটি ছবির শুটিং করার সময় সালমানের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, যা বলে শেষ করার মতো নয়। কোনটা রেখে কোনটা বলব।তবে খুবই মজার মানুষ ছিলেন সালমান, শুটিং স্পটে সবাইকে হাসাতে পারতেন দারুণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।