
গানের জগত ছাড়িয়ে সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা বৈষম্যের বিরুদ্ধে নিয়মিত সরব থাকেন এই তরুণ গায়ক। নানা সময় তার সাহসী ভূমিকা ও মানবিক কাজ প্রশংসিত হয়েছে সর্বমহলে।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এ সংগীতশিল্পী। মাঝে-মধ্যেই বিয়ে নিয়ে ফানি পোস্ট করে থাকতেন। এবার রহস্যময় এক পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফায়ের পেইজ থেকে এক পোস্ট দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।
তার কথায়, সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
অনেকেই ভাবছেন এ সংগীতশিল্পী বিয়ে করেছেন তবে ধোয়াশা কাটিয়ে একই পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন, এত ভাগ্যবান ও হইনাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।