ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এখানে কোনো কালো হাত কাজ করছে-রিজভী

rising sylhet
rising sylhet
অক্টোবর ২০, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটা সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। দেশকে অস্থিতিশীল করা এবং ‘হাসিনা বিহীন বাংলাদেশ চলতে পারছে না’— এ বার্তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে দেশি-বিদেশি শক্তির হাত থাকতে পারে।

সরকারের উচিত হবে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সর্বদা সতর্ক ও জাগ্রত রাখা।
তিনি বলেন, প্রশাসনের অভ্যন্তরেও নাশকতাকারীদের দোসর রয়েছে। আমরা বহুবার বলেছি, প্রশাসনের ভিতরেও কিছু লোক আছে যারা এসব ঘটনার সঙ্গে জড়িত। সরকার যদি আগে থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলমুড়ি এলাকায় “আমরা জিয়া পরিবার” সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী জাহাঙ্গীর আলমের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমরা আশাবাদী—তাদের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।