
রাইজিংসিলেট- গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডাচ্ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে এক কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগে লিটন নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাতে তাকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর থেকেই লিটনকে গ্রেপ্তারে একাধিক পুলিশ টিম মাঠে নামে। অভিযুক্ত ব্যক্তি একাধিকবার অবস্থান পরিবর্তন করলেও অবশেষে প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাকে আটক করা সম্ভব হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
ভিকটিমের পরিবারের বরাতে জানা যায়, স্থানীয় একটি কারখানায় ছয় হাজার টাকা বেতনে কর্মরত ছিলেন ওই তরুণী। ডাচ্ বাংলা ব্যাংকের শ্রীপুরের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলের সামনে স্থাপিত বুথে টাকা তোলার সময় লিটনের সঙ্গে তার পরিচয় হয়। পরে লিটন ভিকটিমকে দ্বিগুণ বেতনে (১২ হাজার টাকা) চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাবার মোবাইল ফোনে যোগাযোগ করে রোববার (১৫ জুন) সকাল ৬টায় এটিএম বুথে ডেকে নেয়। সেখানে নিয়ে ভিকটিমকে জানানো হয়, একজন ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’ আসবেন সাক্ষাৎকার নিতে। এ কথা বলে লিটন তাকে বুথের ভেতরে ছোট একটি কক্ষে বসিয়ে রাখে। পরে তার বাবা দুইবার ফোন করে মেয়ের চাকরির বিষয়ে জানতে চাইলে লিটন আশ্বস্ত করে বলেন, চিন্তার কিছু নেই, পরে জানাবেন। এরপর সকাল আনুমানিক ১০টার দিকে সেই ছোট কক্ষে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ধর্ষণের পর মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পথে এসে সে তার বাবাকে পুরো ঘটনার কথা জানায়। পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।