ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এনজেএল ইএনটি সেন্টারের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত

rising sylhet
rising sylhet
জুলাই ৩০, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য বলেছেন,সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী । ক্যান্সার একটি মারাত্মক রোগ, যা বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। যার কোন ঔষধ এখনও পুরোপুরি আবিষ্কার হয়নি। প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে এবং উপযুক্ত চিকিৎসা না পেলে এটি মারাত্মক হতে পারে।

 

তিনি আরো বলেন, যারা মাদক সেবন করছেন তারা বিশেষ করে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে ধূমপান, মদ্যপান, তামাক সেবন করলে বিভিন্ন ধরণের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই এসব সেবন করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে এবং ক্যান্সারের বিষয়ে সচেতন হতে হবে। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি বলেন, এসব দিবসের উদ্দেশ্যই হচ্ছে জনগনের মধ্যে এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা। ক্যান্সার সার্ভাইভার’দের এনে সম্মানিত করার জন্য ‘এন জে এল’ পরিবারকে তিনি ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা গ্রহনে আগ্রহী করে তুলবে।

 

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট কাজলশাহস্থ এনজেএল ইএনটি সেন্টারের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে উপলক্ষ্যে বর্নাঢ্য এক র‌্যালি শেষে স্থানীয় এক হোটেলে আয়োজিত হেড-নেক ক্যান্সার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। র‌্যালিটি সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে জিন্দাবাজার রোড ঘুরে জেল রোডে এসে শেষ হয়। সেমিনারের শুরুতে বৈজ্ঞানিক প্রবনু উপস্থাপন করেন ডা. নুরুল হুদা নাঈম বলেন, বেশিরভাগ হেড-নেক ক্যান্সার প্রতিরোধ যোগ্য এবং প্রতিরোধের জন্য সচেতনতার বিকল্প নেই। আর জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের এ আয়োজন।

 

এন জে এল ইএনটি সেন্টার ও এন জে এল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট নাক-কান-গলা ও হেড-নেক সার্জারী বিশেষজ্ঞ ওসমানী মেডিকেল হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারী বিভাগের প্রধান ও কক্লিয়ার ইমপ্লান্ট এর প্রজেক্ট ডিরেক্টর ডা. নুরুল হুদা নাঈম এর সভাপতিত্বে ও ডা. সায়িকা এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির। এসময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে ও চিকিৎসা নিলে ক্যান্সার সম্পূর্ণরুপে নির্মুল করা সম্ভব। আজকের ‘এন জে এল’ এর এ আয়োজন এটা প্রমান করলো। চিকিৎসার পর প্রায় ১০ বছরের উপরে সুস্থ্য আছেন ভালো আছেন এমন রোগীও আমরা এখানে দেখতে পাচ্ছি। এজন্য এন জে এল’ কে তিনি ধন্যবাদ জানান ও উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. বদরুল আমিন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, এনেস্থিসিয়া বিভাগের ডাক্তার আব্দুল লতিফ, এনেস্থিসিয়া বিভাগের ডাক্তার রুবেল আহমদ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরদার বনিউল আহমদ, ইএনটি বিভাগের ডাক্তার এনামুল ইসলাম, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, মহানগর দায়রা জজ আদালত সিলেট এর পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, এনজেএল ইএনটি সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট রেজাউল করিম তালুকদার, এসিআই ফার্মাসিউটিক্যালসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান ফারহান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।