
ওয়ানডেতে মিরপুরে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছিল স্পিনাররা। তাই দ্বিতীয় ওয়ানডের আগে একাদশে নাসুম আহমেদকে দলে যুক্ত করেছিল টাইগাররা। এবার স্কোয়াডে দুই স্পিনারকে অন্তর্ভুক্ত করেছে উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
সোমবার (২০ অক্টোবর) রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আকিলের। বিসিবি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ক্রিকবাজ। তিনি বলেছেন, আকিল আজ রাতে ঢাকায় পৌঁছাবেন এবং ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।
সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও রামন সিমন্ডসকে। এই দুজনে স্কোয়াডে আসায় দুই পেসার জেডিয়া ব্লেডস ও শামার জোসেফকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
আকিল টি-টোয়েন্টিতে নিয়মিত হলেও সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২৮ মাস আগে। ২০২৩ সালে জুলাইয়ে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন। ৩৮ ওয়ানডেতে ৪.৮৪ ইকোনমিতে ৫৭ উইকেট তার।
২৪ বছর বয়সী বাঁহাতি পেসার রামন সিমন্ডসকেও প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাকা হয়েছে। তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ানডে স্কোয়াডে থাকা দুই পেসার জেডিয়া ব্লেডস ও শামার জোসেফকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।