ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এমন এক পাপ যা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে

rising sylhet
rising sylhet
আগস্ট ৩, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- এমন এক পাপ যা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী, এমন কিছু পাপ রয়েছে যেগুলোর পরিণতি অত্যন্ত ভয়াবহ। তন্মধ্যে সবচেয়ে বড় এবং ক্ষমার অযোগ্য পাপ হলো ‘শিরক’। কুরআন ও হাদীসের আলোকে এ পাপ সম্পর্কে বহু সতর্কবার্তা এসেছে। ইসলামী শরিয়তের ব্যাখ্যায়, শিরক মানে হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা, উপাসনা বা ইবাদতের ক্ষেত্রে অন্য কারো প্রতি শ্রদ্ধা বা ভক্তির এমন প্রকাশ, যা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
“নিশ্চয়ই আল্লাহ তাঁকে ক্ষমা করেন না, যে ব্যক্তি তাঁর সঙ্গে অংশীদার স্থাপন করে। তিনি যাকে ইচ্ছা, তার অন্য পাপ ক্ষমা করে দেন।”
— সূরা আন-নিসা, আয়াত ৪৮

বিশেষজ্ঞদের মতে, এই আয়াতের মাধ্যমে ইসলামে তাওহিদের গুরুত্ব এবং শিরকের ভয়াবহতা স্পষ্ট করা হয়েছে। কেউ যদি শিরক করে এবং তওবা না করে মারা যায়, তাহলে তার জন্য জান্নাত নিষিদ্ধ এবং স্থায়ী আবাস হবে জাহান্নাম।

শিরকের কিছু প্রচলিত রূপ হলো:

মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া

কবর বা মাজারে সিজদা করা

জ্যোতিষ বা ভাগ্য গণনার উপর বিশ্বাস রাখা

ধর্মীয় বিষয়েও কোনো মানুষকে আল্লাহর সমপর্যায়ে দেখা

ধর্ম বিশেষজ্ঞরা বলেন, সাধারণ মানুষ অনেক সময় না জেনে বা সাংস্কৃতিক প্রভাবে শিরকে জড়িয়ে পড়তে পারে। তাই ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান গ্রহণ এবং প্রচলিত ভুল রীতিনীতি থেকে সাবধান থাকা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, কেউ যদি শিরকে লিপ্ত হয়ে পড়ে থাকে, তবে তা থেকে ফিরে আসা এবং আন্তরিকভাবে তওবা করাই একমাত্র মুক্তির উপায়।

ইসলামী চিন্তাবিদরা মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা তাওহিদে অটল থাকে, কুরআন ও সহিহ হাদীসের আলোকে জীবন পরিচালনা করে এবং শিরকের যেকোনো ধরণের প্রকাশ থেকে নিজেদের রক্ষা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।