রাইজিংসিলেট- এশিয়া কাপ শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় পর পাকিস্তানের পেসার হারিস রউফ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, তিনি সংগঠনের ২.২১ ধারা ভঙ্গ করেছেন, যা খেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করার সঙ্গে সম্পর্কিত। ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না রউফ।
আইসিসির প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপে ২১ সেপ্টেম্বরের সুপার ফোর ও ২৮ সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচে রউফ অনুচিত আচরণ করেন। সুপার ফোর পর্বে তিনি ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা করেন এবং সামরিক বাহিনীকে ব্যঙ্গ করে এক অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। অভিযোগ অস্বীকার করলেও শুনানির পর ২৪ মাসে চারটি ডিমেরিট পয়েন্ট জমা হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়।
এছাড়া পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ভারতের বিপক্ষে ফিফটি করার পর ব্যাট দিয়ে বন্দুকের ভঙ্গি করার কারণে সতর্কবার্তা ও এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব-ও শাস্তির মুখে পড়েছেন। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর তিনি সংবাদ সম্মেলনে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন, যার পরিপ্রেক্ষিতে তাকে দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
অন্যদিকে ফাইনালে অঙ্গভঙ্গির ঘটনায় ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ভারত–পাকিস্তান ম্যাচগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করেছে। খেলোয়াড়দের হাত না মেলানো থেকে শুরু করে ফাইনাল শেষে ভারতীয় দলের ট্রফি গ্রহণে অস্বীকৃতি—সব মিলিয়ে এশিয়া কাপ-পরবর্তী সময়টায় দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে।