
জালালাবাদ পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাই করে নিয়ে যায়, তার স্বজনরা। আসামী ফয়েজ আহমদ (৩০) স্থানীয় মকবুল মিয়ার ছেলে। সে চিহ্নিত ছাত্রলীগের নেতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টারদিকে শহরতলীর নাজিরেরগাঁও কিডনি ফাউন্ডেশনের পাশে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষকে নানান ভাবে হয়রানি করছে। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।
চলমান ডেভিল হান্ট অভিযান-২ চলাকালে জালালাবাদ থানার এসআই হৃদয় সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করে গাড়িতে তুলেন এসময় তার আত্মীয় স্বজনরা পুলিশের উপর চড়াও হয়ে ফয়েজ’কে ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের ধারণা পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিয়ে ছিনতাইয়ের নাটক করছে।