
রাইজিংসিলেট- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ আজ নির্ধারিত হবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে, তা আজ সোমবার (৭ জুলাই) নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আজ সিদ্ধান্ত জানালে, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানানো হবে।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।