ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এসিল্যান্ডের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজেই এলাকাবাসীর মানববন্ধন

rising sylhet
rising sylhet
আগস্ট ২৩, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ads

তানজিল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসানকে বোরহানউদ্দিন উপজেলায় বহাল রাখা ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে ভিজে মানববন্ধন করেছে এলাকাবাসী। অদ্য শনিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় থানার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সৎ-সাহসী, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী জনবান্ধন এসিল্যান্ডকে বোরহানউদ্দিন উপজেলায় বহাল রাখতে উপজেলার শত-শত মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

বৃষ্টি উপেক্ষা করে প্রায় দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলার সাধারণ সম্পাদক পরাণ আহসান, বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্জিনিয়ার আহম্মদউল্যাহ, শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার কলেজের প্রভাষক মোঃ নাছির পাটওয়ারী, বোরহানগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম অধ্যক্ষ মাওলানা মোঃ ইউছুফ শরীফ মিয়াজি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মইন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ হানিফ, দিলীপ কুমার প্রমূখ।

বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী বিশ্বাস উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, অসাধারণ গুণের অধিকারী সৎ-সাহসী, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী জনবান্ধন এসিল্যান্ডকে বোরহানউদ্দিন উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তারা। (২৪ আগষ্ট) রোববার সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে একটি গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়। মোঃ মেহেদী হাসান গত বছরের ২৪ জুলাই বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। নৌ-বাহিনী ও পুলিশ নিয়ে সাহসিকতার সাথে জনগণের জান মাল রক্ষা ও অনেক অবৈধ দখল উদ্ধার করে দেন তিনি।
ভূমি অফিসকে দালালমুক্ত করা যেখানে নিজেই শুধু দুর্নীতির বাহিরে নয় কঠোরভাবে মনিটরিং ও শতভাগ শুনানির মাধ্যমে দুর্নীতি ও হয়রানি বন্ধ করেছেন এই কর্মকর্তা।

সাপ্তাহিক বৃহস্পতিবার জনগণের কাছে এসিল্যান্ডের জবাবদিহি নামক উদ্যোগ দিয়ে ভূমি সেবাকে সচ্ছতায় রূপান্তর করা হয়েছে। ভোলার ভাঙ্গন রোধে বালু উত্তোলনে কঠোর ভূমিকায় মোবাইল কোর্ট ও নিয়মিত মামলা দায়ের করেন তিনি। কৃষকের চর ও খাসজমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করেন এ অফিসার। পরিবেশ রক্ষায় ধরিত্রী রক্ষা কর্নার স্থাপন করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বোরহানউদ্দিন উপজেলার সরকারি চাল বিতরণসহ অনন্য কাজে কঠোর নজরদারি করাসহ পৌর-প্রশাসক হিসেবে শহরে প্রথমবারের মত ডাস্টবিন বসিয়ে নিয়মিত ময়লা আবর্জনা সংগ্রহ করে পরিবেশ রক্ষা করেন এ কর্মকর্তা। এছাড়াও পৌর শহরে অবৈধ টোল আদায় বন্ধ করাসহ চুরি ও মাদক প্রতিরোধে শহর জুড়ে সিসি ক্যামেরা বসানো কাজ শুরু করেছেন এ কর্মকর্তা।

তার বদলী প্রত্যাহার চেয়ে বোরহানউদ্দিন উপজেলায় কর্মস্থল বহালের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন হাজারো মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।