ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি আলোচনা সভা

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৫, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠকের আগে আলোচনা সভা করেছে। বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে এসব আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এসব সভায় যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকটি হয়।

তিনি জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।

ঐকমত্য কমিশনের এই সভার পরপরই সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে প্রধান উপদেষ্টাও উপস্থিত থাকবেন।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

বিকেলের বৈঠকে উপস্থিত ছিলেন, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া।

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এই স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি ও উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।