
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ হলো । এখন থেকে মিলবে ফ্রিতে মিলবে টেলিফোন ও ওয়াই-ফাই সেবা।
সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে ও বিটিসিএল’র সহযোগীতায় এই সেবা চালু হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে এ সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।
তিনি জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল হল ব্যবহারকারী যাত্রীরা বিনা মূল্যে টেলিফোন ও ইন্টারনেট সেবা পাবেন। এতে ভ্রমণ আরও সহজ, সুন্দর এবং আকর্ষনীয় হবে।
তিনি এ সেবা চালুর ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করায় বিটিসিএলসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও জানান, আগামী তিনদিনের মধ্যে পুরো বিমানবন্দরেই ইন্টারনেট সেবা চালু হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।