ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- চলমান এশিয়া কাপের মাঝপথে গতকাল (১০ সেপ্টেম্বর) দেশে ফিরেন মুশফিকুর রহিম। আজ পেলেন সুসংবাদ। দ্বিতীয় সন্তানের বাবা হলেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। এবার কন্যা সন্তানের পিতা হয়েছেন মুশফিক।

সোমবার (১১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন মুশফিক নিজেই। দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া মুশফিক তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আসসালামুআলাইকুম সবাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।