ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিটি সেন্টার কনফিউশন: খেয়ে ফেলল প্রতিবেশীর পোলাও!

rising sylhet
rising sylhet
জুলাই ২৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- চট্টগ্রামের মীরসরাইয়ে ঘটেছে এক অদ্ভুত মজার কাণ্ড—একটি বিয়ের বরযাত্রীরা ভুল করে আরেকটি বিয়ের ভোজে ঢুকে পড়ে খেয়ে ফেলেছেন অন্য পক্ষের খাবার!

এই ঘটনা ঘটে ২৫ জুলাই, শুক্রবার, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে। মাত্র ৫০০ মিটার ব্যবধানে অবস্থিত দুটি কমিউনিটি সেন্টার—ফাইভ স্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুইটি বিয়ের অনুষ্ঠান।

ভুলের সূত্রপাত হয় মধ্যাহ্নভোজের সময়। সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত প্রায় ৭০ জন বরযাত্রী দিকভ্রান্ত হয়ে গিয়ে পৌঁছে যান ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে, এবং সেখানে নির্দ্বিধায় বসে পড়েন খাবার খেতে।

ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের একজন প্রতিনিধি তাসিব তানজিল এ বিষয়ে হাস্যরসের সুরে বলেন, “আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার শেষ হয়নি। রিজিক যার, সে ঠিকই পেয়ে যায়—আমরা একটুও ক্ষুব্ধ নই।”

স্থানীয় এক বাসিন্দা জানান, সোনালী কমিউনিটি সেন্টারে বিএনপির এক নেতার মেয়ের বিয়ে হচ্ছিল। কিন্তু তাদের বরযাত্রীরা পাশের ক্লাবে ঢুকে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেন এবং পরে বুঝতে পারেন ভুল হয়েছে।

এই ভুলভাল ঘটনার শেষটা অবশ্য মধুর, কারণ উভয় পক্ষই বিষয়টি হালকাভাবে নিয়েছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে শুরু হয়ে গেছে হাসির ঝড়!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।