ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় মেসিকে ঘিরে অরাজকতা, বিশ্বমাধ্যমে সমালোচনার ঝড়

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৪, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দীর্ঘ ১৪ বছর পর ভারতের কলকাতায় পা রাখেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে তার উপস্থিতিকে ঘিরে শনিবার (১৩ ডিসেম্বর) যে পরিস্থিতির সৃষ্টি হয়, তা দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই কলকাতা ছাড়তে বাধ্য হন মেসি। এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোতে কলকাতার ঘটনাবলি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে, মেসির ভারত সফর শুরুই হয় বিশৃঙ্খলার মধ্য দিয়ে। তারা জানায়, মাঠে উপস্থিত কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের অতিরিক্ত ভিড়ে মেসি অস্বস্তিতে পড়েন। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় মাত্র ২২ মিনিট পরই তাকে মাঠ ছাড়তে হয়। এরপর ক্ষুব্ধ দর্শকদের একাংশ চেয়ার ও বোতল ছুড়ে প্রতিক্রিয়া জানায়।

মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস ঘটনাটিকে “উদ্বেগজনক পরিস্থিতি” হিসেবে বর্ণনা করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, এক ঘণ্টার বেশি সময় মাঠে থাকার কথা থাকলেও মেসিকে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং দর্শকরা তাকে স্পষ্টভাবে দেখার সুযোগই পাননি।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা এই ঘটনাকে “চরম বিশৃঙ্খলা” বলে আখ্যা দিয়েছে। তারা লিখেছে, হাজার হাজার সমর্থক ব্যয়বহুল টিকিট কেটেও প্রিয় তারকাকে মাত্র কয়েক মিনিটের বেশি দেখতে পারেননি।

ফ্রান্সের শীর্ষ ক্রীড়া পত্রিকা লে’কিপ যুবভারতীর অভিজ্ঞতাকে “বিরক্তিকর ও হতাশাজনক” বলে উল্লেখ করেছে। তাদের মতে, প্রচারমূলক সফর হলেও অতিরিক্ত ভিড় ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দর্শকদের অভিজ্ঞতা হয়ে ওঠে অত্যন্ত হতাশার।

সব মিলিয়ে, কলকাতায় মেসির সফর আয়োজনের ঘাটতি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নের মুখে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।