ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কানাডা পাঠানোর প্রলোভনে নেপালে জিম্মি: তিন সিলেটি যুবকের নি র্যা ত নে র বর্ণনা

rising sylhet
rising sylhet
নভেম্বর ৪, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের তিন যুবক- হাফিজুর রহমান, এম এ মান্নান ও শাহরিয়ার রহমান রনি- কানাডা পাঠানোর প্রলোভনে নেপালে জিম্মি হন। তাদেরকে সিলেটের মিরাবাজারের দালাল মিজানুর আমিন প্রতারণার ফাঁদে ফেলেন। তিনি প্রতিশ্রুতি দেন ১২ লাখ টাকায় নেপাল হয়ে কানাডায় পাঠানোর, যেখানে কানাডায় পৌঁছানোর পর টাকার বাকি অংশ পরিশোধ করা যাবে।

নেপালে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে নির্জন বাড়িতে আটকে রাখা হয়, মারধর ও নির্যাতন করা হয়, এমনকি বন্দুকের মুখে পরিবারের সঙ্গে মিথ্যা কথা বলতেও বাধ্য করা হয় যে তারা নাকি কানাডায় পৌঁছে গেছে। এতে প্রতারক মিজানুর তাদের পরিবার থেকে মোট ১৪ লাখ টাকা আদায় করে।

পরবর্তীতে রনির পরিবারের সন্দেহ হলে থানায় মামলা করে। পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করলে পাচারকারীরা নেপালে থাকা তিন যুবককে ছেড়ে দেয়। ব্র্যাক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা দেশে ফেরেন।

ব্র্যাকের কর্মকর্তা শরিফুল হাসান জানান, নেপাল ভিসামুক্ত হওয়ায় অনেক মানবপাচারকারী দেশটিকে রুট হিসেবে ব্যবহার করছে। কানাডা, ইউরোপ বা অস্ট্রেলিয়া পাঠানোর নামে এমন প্রতারণা বেড়ে যাচ্ছে। তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার ও প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ বা ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।