
রাইজিংসিলেট- কানাডার বিভিন্ন শহরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব—শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে নানা শ্রেণি-পেশার মানুষ, এমনকি ভিনদেশিরাও অংশ নিচ্ছেন এই আনন্দঘন পরিবেশে।
টরন্টোর ‘বাংলাদেশ হিন্দু কালচারাল সোসাইটি ও হিন্দু মন্দির’ প্রাঙ্গণে সপ্তমী সন্ধ্যায় দেখা যায় হাজারো মানুষের সমাগম। ধুনচি নৃত্য, ধূপধুনোর গন্ধ আর সান্ধ্যকালীন আরতির মধ্য দিয়ে জমে ওঠে পূজার আসর। চারপাশে বইতে থাকে উৎসবের আনন্দের জোয়ার।
মন্দিরের মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো কানায় কানায় পূর্ণ। অন্যদিকে পাশের আনন্দ বাজারে প্রসাদ বিতরণ আর সনাতন ঐতিহ্যের ছোঁয়ায় অনেকেই হয়ে পড়েন স্মৃতিকাতর। মা দুর্গার কাছে ভক্তরা প্রার্থনা করেন বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য।
আয়োজকদের পক্ষে শ্রী শিবু চৌধুরী ও শ্রী স্বপন পুরকায়স্থ জানান, পাঁচ দিনব্যাপী এই পূজায় পাঁচ হাজারেরও বেশি ভক্তের অংশগ্রহণের আশা করছেন তারা।