ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দিয়ে দেড় ফিট উচ্চতায় পানি নিষ্কাশন

rising sylhet
rising sylhet
আগস্ট ৬, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

৫ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দিয়ে দেড় ফিট উচ্চতায় পানি নিষ্কাশন করা হচ্ছে।

এ দিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে অতিরিক্ত আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিস্কাশন করা হচ্ছে। বর্তমানে ৫টি ইউনিট মিলিয়ে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, বর্তমানে কাপ্তাই লেক থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। মঙ্গলবার রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮ দশমিক ৫৫ এমএসএল, যা বিপদসীমার ওপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকপাটের উচ্চতা ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে দেড় ফিট করা হয়েছে।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, কাপ্তাই লেকের পানির লেভেল যাতে বিপদসীমার বেশি না হয় সেজন্য আমরা পানি ছাড়ার পরিমাণ সমন্বয় করছি। পানির প্রবাহের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই পরিমাণ আরও সমন্বয় করা হবে। অতীতে আমরা ৫ ফুট উচ্চতায় পানি ছেড়ে দেওয়ার পরও কর্ণফুলীর নিচু এলাকায় কোনো বড় সমস্যা হয়নি। আশা করছি এবারও একই অবস্থা থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।