
রাইজিংসিলেট- সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কালিঘাট রোডে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে এবং দুই ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এলাকায় স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় এই ঘটনা ঘটে।
তল্লাশির জন্য থামানো একটি মিনি পিকআপ থেকে ৪৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট প্রায় ১,৩৫০ কেজি জিরার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৭৫ হাজার টাকা বলে জানায় পুলিশ। নিয়ম অনুযায়ী যানটিও জব্দ করা হয়েছে।
আটক হওয়া দুই ব্যক্তি হলেন—সিলেট কোতোয়ালী থানার আম্বরখানা বড়বাজার এলাকার লাকির আহমেদের ছেলে রাফি আহমেদ (২০) এবং সুনামগঞ্জের শাল্লা থানার হবিবপুর এলাকার মৃত শ্রীকান্ত চন্দ্র সরকারের ছেলে রয়েল চন্দ্র সরকার (২৭)।
ডিবি জানায়, ভারতীয় জিরা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে আদালতে উপস্থাপন করা হয়েছে।