ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে ক্রিকেট টুর্নামেন্টে বিশৃঙ্খলা: আয়োজকরা উধাও, খেলোয়াড়রা হোটেলে আটকা

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ভূস্বর্গখ্যাত কাশ্মীরে অনুষ্ঠিত ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল) ঘিরে বড় ধরনের বিপাকে পড়েছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। টুর্নামেন্ট চলাকালেই আয়োজকরা হঠাৎ শহর ছেড়ে পালিয়ে যাওয়ায় হোটেল বিল ও পারিশ্রমিকের টাকা পরিশোধ না করেই সব বন্ধ হয়ে যায়।

২৫ অক্টোবর শ্রীনগরে আট দল নিয়ে শুরু হওয়া এই লিগ শেষ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। কিন্তু ১ নভেম্বর রাতেই আয়োজকরা অজ্ঞাত স্থানে চলে যান। পরদিন সকালে খেলোয়াড়রা জানতে পারেন, হোটেলের কোনো বিলই পরিশোধ করা হয়নি। প্রায় ৪০ জন খেলোয়াড় ও কর্মকর্তা তখন হোটেলেই আটকা পড়ে ছিলেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আম্পায়ার মেলিসা জুনিপার জানান, “আয়োজকেরা হোটেল থেকে পালিয়ে গেছেন, আমাদের বা হোটেলের কাউকে কোনো অর্থ দেননি।” পরে ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় কয়েকজন বিদেশি খেলোয়াড় হোটেল ছাড়তে সক্ষম হন।

ক্রিস গেইল, থিসারা পেরেরা, নিউজিল্যান্ডের জেসি রাইডার ও দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির মতো তারকাদের এই লিগে খেলার কথা ছিল। আয়োজকেরা সাকিব আল হাসানেরও নাম ঘোষণা করেছিলেন, এবং ১৫ অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে সাকিবকে টুর্নামেন্টে অংশগ্রহণের কথা বলতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত তিনি খেলেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজকেরা প্রায় ১৫০টি কক্ষ বুক করেছিলেন, কিন্তু কোনো বিল না দিয়ে উধাও হয়ে যান। স্থানীয়দের ধারণা, অর্থসংকটের কারণেই পুরো আয়োজন ভেঙে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।