রাইজিংসিলেট- ভূস্বর্গখ্যাত কাশ্মীরে অনুষ্ঠিত ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল) ঘিরে বড় ধরনের বিপাকে পড়েছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। টুর্নামেন্ট চলাকালেই আয়োজকরা হঠাৎ শহর ছেড়ে পালিয়ে যাওয়ায় হোটেল বিল ও পারিশ্রমিকের টাকা পরিশোধ না করেই সব বন্ধ হয়ে যায়।
২৫ অক্টোবর শ্রীনগরে আট দল নিয়ে শুরু হওয়া এই লিগ শেষ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। কিন্তু ১ নভেম্বর রাতেই আয়োজকরা অজ্ঞাত স্থানে চলে যান। পরদিন সকালে খেলোয়াড়রা জানতে পারেন, হোটেলের কোনো বিলই পরিশোধ করা হয়নি। প্রায় ৪০ জন খেলোয়াড় ও কর্মকর্তা তখন হোটেলেই আটকা পড়ে ছিলেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আম্পায়ার মেলিসা জুনিপার জানান, “আয়োজকেরা হোটেল থেকে পালিয়ে গেছেন, আমাদের বা হোটেলের কাউকে কোনো অর্থ দেননি।” পরে ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় কয়েকজন বিদেশি খেলোয়াড় হোটেল ছাড়তে সক্ষম হন।
ক্রিস গেইল, থিসারা পেরেরা, নিউজিল্যান্ডের জেসি রাইডার ও দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির মতো তারকাদের এই লিগে খেলার কথা ছিল। আয়োজকেরা সাকিব আল হাসানেরও নাম ঘোষণা করেছিলেন, এবং ১৫ অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে সাকিবকে টুর্নামেন্টে অংশগ্রহণের কথা বলতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত তিনি খেলেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজকেরা প্রায় ১৫০টি কক্ষ বুক করেছিলেন, কিন্তু কোনো বিল না দিয়ে উধাও হয়ে যান। স্থানীয়দের ধারণা, অর্থসংকটের কারণেই পুরো আয়োজন ভেঙে পড়ে।