
কাষ্টমস্, এক্সাইজ ও ভ্যাট সিলেট কমিশনারেট এর নবাগত কমিশনার খন্দকার নাজমুল হক এর সাথে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কয়লা আমদানীকারক ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রæপ এবং আমদানীকারক ব্যবসায়ী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সিলেট কাষ্টমস্ কমিশনারেট এর অধীনে তামাবিল, শেওলা স্থলবন্দর ও ভোলাগঞ্জ, বড়ছড়া, চারাগাঁও ও বাগলী, জকিগঞ্জ স্থল শুল্ক ষ্টেশন দিয়ে সুষ্টুভাবে কয়লা, পাথর, চাউল, ফল, আদাসহ সহ অন্যান্য কৃষিজাত পন্য সামগ্রী আমদানী-রপ্তানী বানিজ্য পরিচালনায় নবাগত কাষ্টমস্ কমিশনার মহোদয়ের সহযোগীতা কামনা করা হয়।
কমিশনার সিলেট কমিশনারেট এর আওতায় সকল স্থল বন্দর ও স্থল শুল্ক ষ্টেশন দিয়ে আমদানী-রপ্তানী বাণিজ্যের সকল সমস্যা নিরসন করে ব্যবসাকে আরো গতিশীল করার ব্যাপারে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। সংগঠনের নেতৃবৃন্দ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদানের মাধ্যমে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, অর্থ সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, আন্তর্জাতিক সম্পাদক আরিফ হোসেন, কার্যকরী সদস্য মোঃ রুবেল মিয়া, মোঃ নাসির উদ্দিন, মোঃ শামীম আহমদ, মোঃ জুনেদ আহমদ, জয়নাল, মোঃ নুরুল ইসলাম ও মশিউর রহমান হাফিজ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপরে ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য কাওসার আহমদ, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, সহ-সভাপতি শাহীন চৌধুরী তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের পরিচালনা কমিটির সদস্য মোঃ ওমর ফারুক, সিলেট ফল আমদানীকারক গ্রুপের সভাপতি মোঃ আবুল কালাম। এছাড়াও সাক্ষাৎকালে অন্যান্য ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।