
কেপটাউনে ডাকাতের গুলিতে বিল্লাল হোসেন ও এমদাদুল হক নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত তার পরিবার। নিহতদের মধ্যে বিল্লাল হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় এবং এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জে।
এর আগে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ঢোকে ডাকাত দল। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান বিলাল হোসেন ও তার আরেক সহকর্মী কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।