
রাইজিংসিলেট- অস্ত্রসহ চারজন গ্রেফতার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় পাথর চুরি ও লুটপাটের অভিযোগে যৌথবাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। শনিবার (১৭ আগস্ট) গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন ভোলাগঞ্জ আদর্শ গ্রামের কুতুব উদ্দিন (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২) ও রুহেল আহমদ (২৬)। অভিযানে দেশীয় অস্ত্র, একটি ইয়ারগান ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, পাথর চুরির ঘটনার প্রেক্ষিতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।