ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হা ম লা

rising sylhet
rising sylhet
অক্টোবর ৫, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

কোম্পানীগঞ্জে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।এসময় ৫ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে।

এসময় তাদের হামলায় আহত পুলিশের ৫ সদস্য। তারা হলেন হলেন এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া।

পুলিশ জানায় অবৈধ বালু পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেইটের সামনে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল।

প্রতিদিনের মতো রবিবার সকালে এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে ২টি ট্রাক আটক করা হয়। একটি ট্রাকে বালু ও একটিতে পাথর বোঝাই ছিল। বালু ও পাথরের বৈধ কাগজ দেখতে চাইলে বাকবিতন্ডায় জড়ায় ট্রাকের ড্রাইভার।

এর কিছুক্ষণ পর সাদাপাথর পরিবহনের একটি বাসে করে ৩০-৪০ জন এসে পুলিশের উপর হামলা করে ট্রাক ২টি ছিনিয়ে নিয়ে যায়।

ওসি মো. রতন শেখ জানান, বালু পাথর বোঝাই ২টি ট্রাক আটক করে বালু পাথর ও গাড়ির বৈধ কাগজপত্র পুলিশ দেখতে চাইলে ড্রাইভার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেয়।

বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে ২ গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে গাড়ি নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।