
রাইজিংসিলেট- বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশাল শিগগিরই প্রথম সন্তানের অভিভাবক হতে চলেছেন। এই সুখবর শেয়ার করার পর থেকে ভক্তদের মধ্যে উত্তেজনার কমতি নেই। জানা গেছে, আগামী সোমবার (৬ অক্টোবর) এই দম্পতি একটি ঘরোয়া বেবি শাওয়ার আয়োজন করতে যাচ্ছেন।
অনুষ্ঠানটি হবে একেবারে ব্যক্তিগত পরিসরে—উপস্থিত থাকবেন কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। যদিও এই আয়োজনে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি, তবে বলিউড মহলের গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া থেকে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
কিছুদিন আগে, একসঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা ও ভিকি তাদের জীবনের এই নতুন অধ্যায়ের কথা জানান। সাদা পোশাকে সাদামাটা ও আন্তরিক সেই ছবিতে তারা হাতে ধরে রেখেছিলেন একটি পোলারয়েড, আর ক্যাপশনে ছিল—”আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি, হৃদয় ভরে আছে আনন্দ ও কৃতজ্ঞতায়।”
অভিনয়ের দিক থেকে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল ‘মেরি ক্রিসমাস’ ছবিতে, যেখানে তিনি অভিনয় করেছিলেন বিজয় সেতুপতির সঙ্গে। অপরদিকে, ভিকি কৌশাল ব্যস্ত সময় পার করছেন সঞ্জয় লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এই প্রজেক্টের পর তিনি ‘মহাভারত’ নিয়ে প্রস্তুতি শুরু করবেন।
দম্পতির নতুন এই যাত্রায় শুভকামনা রইল।