ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন মুস্তাফিজুর

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ads

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি।

এশিয়া কাপের সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ১ উইকেট নিলেই সাকিবকে পেছনে ফেলে রেকর্ডের মালিক হবেন মুস্তাফিজ।

এরই সঙ্গে তিনি হবেন বাংলাদেশের প্রথম বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। মুস্তাফিজ এখন পর্যন্ত ১১৭ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। সমান সংখ্যক উইকেট পেতে সাকিবকে খেলতে হয়েছিল ১২৯ ম্যাচ। ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে তার ঝুলিতে আছে ৮ উইকেট। বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলেই মুস্তাফিজ বিশ্বের মাত্র চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেটের ক্লাবে যোগ দেবেন। এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সৌধি (১৫০ উইকেট) এই কীর্তি গড়েছেন।

সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছেন এই পেসার। চলমান এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে সমান ৩টি করে মোট ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। আজকের ম্যাচে চোখ থাকবে মুস্তাফিজের দিকেই রেকর্ড গড়তে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।

২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম ম্যাচেই ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। তারপর থেকেই তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।