
অতিথি প্রতিবেদক :কলকাতার বিভিন্ন বিপণিবিতান ও নিউ মার্কেট এখন ক্রেতাশূন্য হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো দেশি-বিদেশি ক্রেতায় সরগরম থাকা এসব বাজারে এখন বিরাজ করছে নিস্তব্ধতা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, নিউ মার্কেটসহ কলকাতার বড় বড় বিপণিবিতানের মূল ভরসা ছিলো বাংলাদেশের ক্রেতারা।
বাংলাদেশ থেকে আসা ক্রেতারাই এসব দোকানপাট জমজমাট রাখতেন। বিশেষ করে ঈদ-পূজা কিংবা মৌসুমি বেচাকেনার সময়ে বাংলাদেশি ক্রেতাদের ভিড়েই ব্যবসায়ীরা অধিকাংশ পণ্য বিক্রি করতে পারতেন। বর্তমানে সেই ক্রেতাশূন্য অবস্থার কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
নিউ মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, স্থানীয় ক্রেতাদের চাহিদা তুলনামূলক কম। তাই বাংলাদেশি ক্রেতাদের অনুপস্থিতি তাদের ব্যবসাকে প্রায় অচল করে দিয়েছে। অনেকে দোকান খোলা রাখলেও আশানুরূপ বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন।
কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশি ক্রেতাদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।
ভিডিও লিংক — ক্রেতাশূন্য কলকাতার বিপণিবিতান