ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ক্লাব বিশ্বকাপ নিয়ে ঘোষণা দিয়েছে ফিফা

rising sylhet
rising sylhet
আগস্ট ২৫, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

ক্লাব বিশ্বকাপ নিয়ে ঘোষণা দিয়েছে ফিফা । ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালে (জুন-জুলাইয়ে)। এতদিন ধরে সময়সূচি নিয়ে অনিশ্চয়তা থাকলেও নতুন সিদ্ধান্তের ফলে কাতারের আয়োজক হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল।

২০২৯ সালের আসরে দলসংখ্যা আরও বাড়ানোর আলোচনা চলছে। তবে সরাসরি ৪৮ দলে না গিয়ে ধাপে ধাপে সম্প্রসারণের দিকে নজর দিচ্ছে ফিফা।

২০২২ বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপও যদি কাতারে আয়োজন করা হতো, তবে প্রচণ্ড গরম এড়াতে তা সরাতে হতো শীতকালীন সময়ে। এতে ইউরোপীয় লিগগুলোর সূচির সঙ্গে সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তাই ফিফা গ্রীষ্মকালকেই বেছে নিয়েছে।

আয়োজক হওয়ার দৌড়ে বর্তমানে স্পেন ও মরক্কো এগিয়ে, যারা ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে। যদিও সহ-আয়োজক পর্তুগালের তেমন আগ্রহ নেই।

খেলোয়াড়দের শারীরিক সুরক্ষার কথা ভেবে ফিফা এক নতুন কাঠামো বিবেচনা করছে। প্রস্তাব অনুযায়ী, মূল আসরের আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। এতে জয়ী দলগুলো মূল টুর্নামেন্টে অংশ নেবে।

সবমিলিয়ে, ২০২৯ ক্লাব বিশ্বকাপ গ্রীষ্মেই অনুষ্ঠিত হবে, যেখানে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার শীর্ষ ক্লাবগুলোকে ঘিরে জমবে বৈশ্বিক ফুটবল উৎসব।

গত আসরে কনক্যাকাফ প্রতিনিধি নির্ধারণে শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করতে হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতা এড়াতেই এই উদ্যোগ নিচ্ছে ফিফা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।