
সিলেট-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডাক বাংলোর সামনে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- একজন খালেদা জিয়ার ঋণ সারা বাংলাদেশ শোধ করতে পারবে না। একটি বৈষম্যহীন দেশ গড়ার আন্দোলনে জীবনভর লিপ্ত ছিলেন আপসহীন এই দেশনেত্রী। দেশের ১৮ কোটি মানুষ আজ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। যে কারো দোয়ার ওসিলায় আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দিন।
তিনি আরও বলেন- গোলপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই দুই উপজেলায় বিপুল জনসমর্থনের কারণেই দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমাকে সিলেট-৬ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আজীবন সেবা করে যেন দলের ভরসা ও আপনাদের ভালোবাসার মূল্য দিতে পারি, এই তাওফিক যেন আল্লাহ আমাকে দান করেন।
আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন ঢাকাদক্ষিণ জামে মসজিদের ইমাম খলিলুর রহমান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিসুন্না চৌধুরী নারজিস, বদরুল আলম ও ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর ও নাজমুল ইসলাম পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের ও অ্যাড. আবু সাঈদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সায়েদুর রহমান সায়েদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, মামুনুর রশীদ মামুন ও গিয়াস উদ্দিন দিলাল, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক দুলাল হোসেন রুপন, সিলেট জেলা বিএনপির নেতা ওজি মোহাম্মদ কাওসার, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জুনাক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন, যুগ্ম-আহবায়ক শাহানুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান বাচ্চু মেম্বার ও সাবেক সাংগঠনিক সম্পাদক এস এ সুনু, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, কামরুল ইসলাম, জাকু হোসেন, সাদেকুর রহমান খন্দকার, কামাল আহমদ, যুবদল নেতা জুনেদ আহমদ, সুমন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজিজুল হক স্বপন, ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, সাবেক আহবায়ক সুমেল আহমদ, ছাত্রদল নেতা বক্কর আহমদ, আারিফ আহমদ, নিহাল আহমদ, রাফি আহমদ, সিরাত আহমদ, শারু মিয়া প্রমুখ।