ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে আগ্রহ প্রকাশ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৪, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থায় সহায়তার জন্য কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তুতির কথা জানায় দেশটি। এর আগে ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে সহযোগিতা চেয়ে একটি চিঠি পাঠান, যার জবাবে দেশটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিল।

এদিকে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হালনাগাদ চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমের সামনে তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করবেন।

এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় আসে। ড. রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি এভারকেয়ার হাসপাতালে স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে বৈঠক করে এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রাথমিক মূল্যায়ন করেন।

এ ছাড়া, বুধবার সন্ধ্যায় দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। প্রায় আধঘণ্টা অবস্থান করে তিনি পরিবারের সদস্য ও দলের নেতাদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন।

বর্তমানে ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও কিডনির জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা পরিচালনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।