রাইজিংসিলেট- খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা, বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ১৫ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তিন বছর বয়সী একটি শিশু ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ হয়ে যায়।
জানা গেছে, নিখোঁজ শিশুটির নাম ফাইম বাবু। সে স্থানীয় সোহেল রানার সন্তান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃষ্টির মধ্যে ফাইম বাড়ির পাশের খোলা জায়গায় একটি প্রতিবেশী শিশুর সঙ্গে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ পা পিছলে সে পাশের একটি ড্রেনের পাইপে পড়ে যায় এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ফাইমের সঙ্গী শিশুটি বিষয়টি তার পরিবারকে জানায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযানে নামেন এবং আশপাশের ড্রেন ও ডোবা এলাকায় খোঁজ করতে থাকেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।