গাঁজার ডিলার হিসাবে কুখ্যাত রুবেল ( ২৮ ) নানা বেশে মাদক ব্যবসা চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়তেই হলো।
রুবেলের বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানায়। তিনি হাজিপুর গ্রামের মৃত ইনু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (বুধবার দিবাগত) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর একদল সদস্য।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৩৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় তার অপর সহযোগী হবিগঞ্জের মাধবপুর থানার ইসলামাবাদ এলাকার মৃত গেদু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
তাদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ রুবেলকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছন র্যাবের গণমাধ্য কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
তাকেও আইনের আওতায় আনতে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা।