
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জনাব আসমা সুলতানা নাসরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
১২ নভেম্বর (বুধবার) দুপুরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।