ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গুম-নির্যাতনের শিকারদের পাশে থাকার ঘোষণা রাজনৈতিক নেতাদের

rising sylhet
rising sylhet
জুন ২৬, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকারদের প্রতি সমর্থনের আন্তর্জাতিক দিবস’ (২৬ জুন) উপলক্ষে ২৫ জুন জাতীয় প্রেসক্লাবে একটি জাতীয় পরামর্শ সভার আয়োজন করে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র (HRDC), মায়ের ডাক ফাউন্ডেশন এবং ছওয়াব (SWAB)।

সভায় বিএনপি, এবি পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, “গুম ও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে বিএনপি থাকবে। অতীতে যতটুকু পারিনি, ভবিষ্যতে তা পূরণ করবো।”

এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “মানবাধিকারের জন্য সংগ্রামে আমরা সবসময় মায়ের ডাকসহ গুম পরিবারগুলোর পাশে ছিলাম, থাকবো।”

সভায় গুম-নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে জাতিসংঘ নির্যাতনবিরোধী কনভেনশনের ১৪ নম্বর অনুচ্ছেদের সংরক্ষণ প্রত্যাহার এবং ঐচ্ছিক প্রোটোকল অনুমোদনের দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ছওয়াব-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন মায়ের ডাক-এর মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।