
রাইজিংসিলেট- গুলি চলল দিশা পাটানির বাড়িতে! আলোচনায় খুশবু পাটানির মন্তব্য। বলিউডে ফের গুলির শব্দ! গত বছর সালমান খানের বাড়িতে গুলিচালনার ঘটনার পর এবার নিশানা করা হল অভিনেত্রী দিশা পাটানির পরিবারকে। উত্তরপ্রদেশের বরেলীতে দিশার বাড়ির সামনে মোটরবাইকে এসে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভোররাতে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোঁড়ে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হননি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে চাঞ্চল্যকর গ্যাংস্টার গোল্ডি ব্রার। দাবি করা হয়েছে, দিশার দিদি খুশবু পাটানি কিছু মন্তব্য করেছেন যেগুলো আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচার্যকে অপমান করে। গোল্ডির দাবি, এটি হিন্দু ধর্মের অবমাননা এবং এই গুলিচালনা ছিল ‘সাবধানবাণী’।
খুশবু পাটানি, যিনি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বর্তমানে সমাজমাধ্যমে বেশ পরিচিত মুখ, সম্প্রতি এক বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে সরব হন। অনিরুদ্ধ আচার্য এক ধর্মীয় সভায় বলেন, “২৫ বছর বয়সী মহিলারা বহু পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছেন”, যা নিয়ে সামাজিক মাধ্যমে চরম প্রতিক্রিয়া জানান খুশবু।
তিনি অনিরুদ্ধ আচার্যকে ‘নারীবিদ্বেষী’, ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ বলে আক্রমণ করেন। তিনি আরও বলেন, “এই লোকটা যদি আমার সামনে থাকত, আমি ওকে শিখিয়ে দিতাম।”
এছাড়াও প্রেমানন্দ মহারাজকে নিয়েও মন্তব্য করেন খুশবু, যার ফলে গোটা বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।
এই ঘটনার পরে দিশার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং বর্তমানে দিশার বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।