সিলেটের গোলাপগঞ্জে খর্দ্দাপাড়া প্রিমিয়ার লীগ সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে বৃহত্তর খর্দ্দাপাড়া যুব সমাজের উদ্যোগে পশ্চিম খর্দ্দাপাড়া বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেইথ এসোসিয়েটের চেয়ারম্যান মাছুম আহমদ, ফেইথ এসোসিয়েট ও নিউ এইজ এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, সমাজসেবী মাসুদ আহমদ, শফিকুল আলম স্বপন, কাইয়ুম আহমদ, আব্দুস শহিদ। খর্দ্দাপাড়া প্রিমিয়ার লীগ সিজন-২ এর এই আয়োজনে পৃষ্টপোষকতায় ছিলো ফেইথ এসোসিয়েট, নিউ এইজ এডুকেশন, এম জেড এ সিপিএ প্রফেশনাল কর্পোরেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো স্টার টিভি ও অনলাইন নিউজ পোর্টাল ড্রিম নিউজ। আয়োজিত ফাইনাল ম্যাচে অংশ নেওয়া ফেইথ সোলজারস্ক হারিয়ে চ্যাম্পিয়ন হয় জিহাদ সিক্সারর্স ক্রিকেট দল। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রীত অতিথিরা।