ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জের আওয়ামী লীগের পাঁচ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত

rising sylhet
rising sylhet
জুলাই ১৭, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের গোলাপগঞ্জের আওয়ামী লীগের পাঁচ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একাধিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তারা।

অভিযুক্তরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ।

বুধবার (১৬ জুলাই) হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষে তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এই পাঁচ নেতার বিরুদ্ধে জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলা রয়েছে। এজাহারভুক্তরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিয়ম অনুযায়ী বুধবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।