ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন,মসজিদ ও বাজার রক্ষায় ইউএনও বরাবরে অ ভি যো গ

rising sylhet
rising sylhet
জুলাই ৩১, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

গোয়াইনঘাটে অবৈধভাবে যন্ত্রদানব দিয়ে বালু উত্তোলন কোনভাবেই বন্ধ হচ্ছে না। নদী তীরবর্তী মনরতল জামে মসজিদ ও বাজার রক্ষায় এলাকাবাসী, বাজার পরিচালনা কমিটি ও পুলিশ বিভাগে অভিযোগ করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।

 

ইউএনও বরাবরে অভিযোগে আরও বলা হয়, গত ২১ জুলাই রাত সাড়ে ১১টায় মনরতল গ্রামের আতিকুর রহমান ও ফরিদ উদ্দিনের নির্দেশে ২০/২৫ জনের সংঘবদ্ধ চক্র জোরপূর্বক ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে বাজার ও মসজিদের ১৫ লক্ষ টাকার ক্ষতি করেছে। এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গত ২২ জুলাই মনরতল গ্রামের আতিক, ফরিদ, খালিক সাত্তারসহ ১৩ জনের বিরুদ্ধে ইউএনও এবং থানা পুলিশের নিকট অভিযোগ দিলেও প্রশাসন পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় বন্ধ হয়নি বালু উত্তোলন। ফলে বাজার মসজিদ, মানুষের ঘরবাড়ি পড়ছে হুমকির মুখে।

 

গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউপির মনরতল বাজার ও জামে মসজিদ পিয়াইন নদী তীরবর্তী অবস্থান। নদীর পূর্বপাড়ে ইজারাবিহীন এলাকায় প্রতিরাতে শতাধিক স্টীলবডি, ইঞ্জিন নৌকায় পরিবেশ বিধ্বংসী যন্ত্র ব্যবহার করে লুট করা হয় ১৫/২০ লক্ষ টাকার বালু। ফলে উক্ত বাজার ও মসজিদ নদীগর্ভে বিলিনের শঙ্কা দেখা দিলে মনরতল বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ আব্দুল করিম ও এলাকার লোকজন বাধা দিলে বালুখেকোরা তাদের উপর চড়াও হয়। এ বিষয়ে স্থানীয় মেম্বার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশে বসেও কোন সুরাহা হয়নি। উপরন্তু বাধাদানকারীদের মিথ্যা মামলাসহ প্রাণনাশের হুমকি আসে।

 

এ বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার মোবাইল ফোনে কল দিলে রিসিভ হয়নি। ইউএনও রতন কুমার অধিকারী এলাকাবাসীর অভিযোগপ্রাপ্তি স্বীকার করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে থানা পুলিশকে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।