রাইজিংসিলেট- সিলেটের গোয়াইনঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজনে অংশ নেন সরকারি কর্মকর্তা, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি এবং সঞ্চালনায় ছিলেন জীবন কৃষ্ণ রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসিরুদ্দিন।
বক্তব্য দেন আরও অনেকে, তাঁদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সাবেক সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক। কৃষকদের পক্ষে বক্তব্য দেন আমিনুর রশীদ ও আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে নাসিরুদ্দিন বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ প্রযুক্তি, উন্নত কৃষি চর্চা, তথ্য ব্যবস্থাপনা এবং কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম চালু রয়েছে। এসব উদ্যোগ কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ গ্রহণ ও উদ্ভাবনী কৃষি চর্চায় উৎসাহ জোগায়। পাশাপাশি ফসলের বৈচিত্র্যতা, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি চাষে গুরুত্ব দেওয়া হয়।