
শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখায় অজ্ঞাত ব্যক্তিরা আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) ভোরে বগুড়া উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটির নামফলকে এই আগুন লাগানো হয়।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, ভোরে অফিস খুলতে গিয়ে শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম নামফলকের অংশে পোড়া দাগ দেখতে পান। এতে তিনি বুঝতে পারেন, রাতে কোনো দুর্বৃত্ত আগুন লাগিয়েছিল। ঘটনার সময় নৈশ প্রহরী মজিবর রহমান অফিস কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, ফলে তিনি বাইরের ঘটনা টের পাননি।
এদিকে, অগ্নিসংযোগের মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে কাউকে স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুটি খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে, যেগুলোতে দাহ্য পদার্থ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে যুক্ত তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, আজ সকালে তিনি সাইনবোর্ড পোড়া দেখতে পান। তিনি অফিসের দোতলায় থাকেন। অফিসে কোনো সিসিটিভি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তিনি দেখেছেন।