ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চলছে অ বৈ ধ বালু উত্তলন : ধ্বং স হচ্ছে ফসলি জমি

rising sylhet
rising sylhet
নভেম্বর ৪, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের নবম খণ্ড গ্রামে ‘ভুর ভুড়ির ডোবা’ নামক স্থানে প্রকাশ্যে বোমা মেশিন বসিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। এতে প্রতিদিন ধ্বংস হচ্ছে শত শত বিঘা ফসলি জমি, দেখা দিচ্ছে ভয়াবহ নদীভাঙন।

অভিযোগ রয়েছে, এ অবৈধ বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল উদ্দিন, আওয়ামী লীগের লোক পরিচয়দানকারী জাকির খান, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন ও ছাদেক আহমদ সরাসরি জড়িত। তাদের নেতৃত্বে প্রতিনিয়ত বালু তোলা ও বিক্রির মাধ্যমে চলছে লাখ লাখ টাকার লুটপাট।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলজুরী খাল এলাকায় বেশ কিছুদিন ধরে বোমা মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে এলাকার কৃষিজমি ভেঙে পড়ছে নদীগর্ভে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকরা।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা জানান, প্রশাসনকে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বেপরোয়াভাবে চলছে বালু উত্তোলন। এতে ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে এ অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।