
বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধবভাবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন)।
তিনি বলেন, জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চল ধানের শীষের দূর্গ। কিন্তু দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগামী নির্বাচনে দলের হাই কমান্ডের নির্দেশনায় এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রত্যেকটি নেতাকর্মীরা এখন উজ্জীবিত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন থেকে প্রত্যেক নেতাকর্মীকে গ্রামে, মহল্লায় জনগনের কাছে যেতে হবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে কানাইঘাট বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার এবং ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সুলেমান, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. আবু শহিদ, ওয়েছ আহমদ, মাস্টার আবু বক্কর চেয়ারম্যান, আব্দুল মালিক চৌধুরী চেয়ারম্যান, মাস্টার রফিক উদ্দিন চৌধুরী, ছয়েফ আহমদ, আব্দুন নুর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আবিদুর রহমান, সাবেক উপদেষ্টা রহিম উদ্দিন ভরসা, জেলা কৃষকদলের সদস্য মাহবুবুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাঙ্গালী, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুহেল আমিন, বিএনপি নেতা নজরুল ইসলাম প্রধান, এডভোকেট সাদিক সিকদার, মকবুল হোসেন, ডা. লোকমান আহমদ, সাহাব উদ্দিন, এবাদ মেম্বার, মামুন রশিদ মেম্বার, আব্দুর রহমান, ১নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, ২নং ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল মালিক মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, ৩নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মেম্বার, ৫নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদ মেম্বার, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ৮নং ইউনিয়ন বিএনপির সভাপতি তাজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ৯নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন (নিমার মেম্বার), উপজেলা শ্রমিকদলের আহবায়ক জাকারিয়া আহমদ, উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাছুম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক জি এম কামাল, মিনহাজ মজুমদার, এম সি কলেজ ছাত্রদলের সহ সভাপতি বিলাল আহমদ, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, যুবদল নেতা আব্দুল করিম প্রমুখ।